ঢাকা বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ , ১৯ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

নতুন শিক্ষাক্রমে গতানুগতিক পদ্ধতিতে মূল্যায়নের সুযোগ নেই 

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ০০:০০, ২০ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

নতুন শিক্ষাক্রমে গতানুগতিক পদ্ধতিতে মূল্যায়নের সুযোগ নেই 

নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক মূল্যায়নে গতানুগতিক পদ্ধতি অনুসরণ করার সুযোগ নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এনসিটিবির মূল্যায়ন গাইডলাইন অনুসরণ করেই নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করতে শিক্ষকদের বলা হয়েছে। গত সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়। আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজগুলোর প্রধানদের কাছে পাঠিয়েছে অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সেটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 

সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, নতুন কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে এনসিটিবি কর্তৃক প্রণীতব্য মূল্যায়ন সংক্রান্ত গাইড লাইন যথাযথভাবে অনুসরণ করতে হবে। 

আদেশে আরো বলা হয়েছে, বিষয়ভিত্তিক মূল্যায়ন বিষয়ে কোনো গতানুগতিক পদ্ধতি অনুসরণ করার সুযোগ নেই।
 

জনপ্রিয়