ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্কুলছাত্রকে অ*পহরণের পর হ*ত্যার দায়ে মৃ*ত্যুদণ্ড

শিক্ষা

আমাদের বার্তা, সাতক্ষীরা

প্রকাশিত: ২০:৩২, ২ অক্টোবর ২০২৩

আপডেট: ২০:৩৫, ২ অক্টোবর ২০২৩

সর্বশেষ

স্কুলছাত্রকে অ*পহরণের পর হ*ত্যার দায়ে মৃ*ত্যুদণ্ড

সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের পর হত্যা মামলায় আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম পলাতক ছিলেন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার কুচপুকুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিয়াদ হোসেন কদমতলা কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণিতে পড়তো। জিয়াউরের বাড়িতে যাতায়াত আশরাফুলের ছিলো। একপর্যায়ে তিনি জিয়াউর রহমানের মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু প্রস্তাব মেনে না নেয়ায় আশরাফুল ২০১৩ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর স্কুলছাত্র রিয়াদকে বেড়ানোর কথা বলে অপহরণ করে। পরে তাকে কুপিয়ে হত্যার পর সদর উপজেলার বলাডাঙ্গা ফুটবল মাঠে আসামি মরদেহ ফেলে যায়। পরের দিন সকালে সেখান থেকে রিয়াদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে নিহতের বাবা জিয়াউর রহমান বাদী হয়ে আশরাফুলকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন।

জনপ্রিয়