ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫ , ৭ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণ

শিক্ষা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ২০:০২, ২০ মে ২০২৪

সর্বশেষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনস্থ পাঁচটি বিভাগের জন্য ‘আউটকাম বেজড কারিকুলাম’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ও মার্কেটিং বিভাগের শিক্ষকরা অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। 

আউটকাম বেজড শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তৃতায় ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষাকে আউটকাম বেজড করার জন্য সরকার যখন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তারপর বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। 

ইতোমধ্যে কারিকুলামকে আউটকাম বেজড করার প্রক্রিয়া চলছে। এটি করা হয়ে গেলে আমাদেরকে ভবিষ্যতে আউটকাম বেজড সিলেবাসের দিকে যেতে হবে। এর পরের ধাপে আসবে আউটকাম বেজড টিচিং। অর্থাৎ ধীরে ধীরে আমরা মূল জায়গায় গিয়ে পৌঁছাবো।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. তুষার কান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সম্পদব্যক্তি হিসেবে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান।

জনপ্রিয়