ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

১৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ব্যাংকের পাওনা ৭৬৮ কোটি টাকা

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭, ২৪ জুন ২০২৪

সর্বশেষ

১৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ব্যাংকের পাওনা ৭৬৮ কোটি টাকা

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে দেশের সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর পাওনা রয়েছে এক হাজার ৬০ কোটি টাকা। এর মধ্যে ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছেই পাওনা প্রায় ৭৬৮ কোটি টাকা।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের সংসদ সদস্য (নোয়াখাল-২) মোরশেদ আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

অর্থমন্ত্রী সংসদকে জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েটে ৭ দশমিক ৪২ কোটি টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৩ দশমিক ৫৩ টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৪৪ দশমিক ৭৮ কোটি টাকা, ৮০ দশমিক ১৮ কোটি টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে ১৫ দশমিক ৭২ কোটি টাকা, কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ১৩৫ দশমিক ৭২ কোটি টাকা, ডুয়েটে দশমিক ৭৮ কোটি টাকা, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তিতে ৩৮ দশমিক ৩৭ কোটি টাকা, গাজীপুরের শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ২১ দশমিক ৯৩ কোটি টাকা, শেরে বাংলা কৃষিতে ৫৯ দশমিক ৬৭ কোটি টাকা, পটুয়াখালী কৃষিতে ৪১ দশমিক ২২ কোটি টাকা, কুমিল্লা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৯ দশমিক ২২ কোটি টাকা ও ৭৪ দশমিক ৩৯ কোটি টাকা, মাওলানা ভাসানী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে যথাক্রমে ৭১ ধশমিক ৮১ দশমিক ২০ দশমিক শূন্য ১ কোটি টাকা ও ২ দশমিক ৭৫ কোটি টাকা পাওনা রয়েছে। এ ছাড়া, অন্যান্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৯২ দশমিক ৪১ কোটি পাওনা রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

অর্থমন্ত্রী আরো জানান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে দেশের বাণিজিক ব্যাংকগুলোর মোট পাওনা রয়েছে ৫১ হাজার ৩৯১ কোটি ৮৯ লাখ টাকা। 

জনপ্রিয়