ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৩১ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

দুই শিক্ষার্থী নিহতের তথ্য ‘গুজব’

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ৪ আগস্ট ২০২৪

সর্বশেষ

দুই শিক্ষার্থী নিহতের তথ্য ‘গুজব’

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় দুই শিক্ষার্থী নিহতের তথ্য গুজব বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সৌরভ চক্রবর্তীসহ দুই শিক্ষার্থী নিহতের তথ্য ছড়িয়ে পড়ে। ফেসবুক ব্যবহারকারী অনেকেই শিক্ষার্থী সৌরভের ছবি ব্যবহার করে নিহতের খবর প্রচার করেন। যা নিয়ে কুমিল্লাসহ সারাদেশে আলোচনা শুরু হয়।

বিষয়টি জেলা পুলিশের নজরে আসলে তারা খোঁজ নিতে শুরু করে। পরে তারা জানতে পারেন সৌরভ আহত হয়েছেন। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর তথ্য গুজব। কুমিল্লায় কোনো শিক্ষার্থী বা পথচারী মারা যাননি। শনিবার জেলা পুলিশ ছাত্রদের নিরাপত্তা দিয়েছে। ঘটনার সময় পুলিশ লাইনে আটকে পড়া দুই শতাধিক শিক্ষার্থী-অভিভাবককে নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।’

তিনি কুমিল্লাবাসীকে গুজবে কান না দিয়ে তথ্য যাচাই ছাড়া ফেসবুকে পোস্ট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে কুমিল্লা জিলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ লাইনসের দিকে যান। এক পর্যায়ে মিছিলটি রেসকোর্স এলাকায় পৌঁছালে পেছন থেকে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধাওয়া দেন। এসময় ২০টিরও বেশি গুলির শব্দ শোনা যায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। আহত হন অন্তত ১৫ জন। গুলিবিদ্ধদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 

জনপ্রিয়