ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জাবি উপউপাচার্যের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

শিক্ষা

আমাদের বার্তা, জাবি 

প্রকাশিত: ১৯:২৩, ২৫ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৩৪, ২৫ মার্চ ২০২৫

সর্বশেষ

জাবি উপউপাচার্যের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপউপাচার্যের (শিক্ষা) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে উপউপাচার্যসহ ডেপুটি হাইকমিশনার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি মসজিদের বিদ্যমান সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। এ ছাড়া পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক শিক্ষার্থী বিনিময়, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মত বিনিময় করেন। 

উপউপাচার্য পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের এ আগ্রহের জন্য ধন্যবাদ জানান। 

উপউপাচার্য পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি এবং দ্বিপাক্ষিক শিক্ষা-গবেষণার সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পাকিস্তান হাই কমিশনের কমার্শিয়াল সেক্রেটারি জিয়ান আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়