ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

৭১ আমাদের শেকড়, শেকড়কে ধরে আগাতে হবে: পাবিপ্রবি কোষাধ্যক্ষ 

শিক্ষা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩:১৫, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ

৭১ আমাদের শেকড়, শেকড়কে ধরে আগাতে হবে: পাবিপ্রবি কোষাধ্যক্ষ 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেছেন, ২৬ মার্চ বাঙালির জন্য সবচেয়ে গর্বের দিন। ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের নির্বিচারে হত্যা করেছিল। ৭১ আমাদের শেকড়। শেকড়কে ধরে আমাদের আগাতে হবে।

বুধবার (২৬ মার্চ) সকালে ক্যাম্পাসে র‌্যালি শেষে স্বাধীনতা চত্বরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসানের নেতৃত্বে এক র‌্যালি বের করা হয়। র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

কোষাধ্যক্ষ মো. শামীম আহসান বলেন, ৯ মাসের যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা ইতিহাসে বিরল। বাংলাদেশের মানুষ সেটা করে দেখিয়ে দিয়েছে। ৭১ একদিনে হয়নি। বিভিন্ন উত্থান-পতনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। 

তিনি বলেন, আমরা স্মরণ করি কিন্তু শিক্ষা নিই না। আমাদের দেশপ্রেমের ঘাটতি আছে। ৭১-এর সঙ্গে কোনোকিছুকেই মেলানো যাবে না। আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিভক্তি কমাতে হবে। বিভক্তি নিয়ে কোনো দেশ আগাতে পারে না। একসঙ্গে কাজ করা এবং কথায় না কাজে প্রমাণ করতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন- বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম।

এ ছাড়া আরো শ্রদ্ধাজ্ঞাপন করে বিভিন্ন বিভাগ, দপ্তর, হল প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের ভার্চুয়াল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টায় প্রতীকী ব্ল্যাক আউট করা হয়। 

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল, উপউপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।  বুধবার ভোরে সূর্যোদয়ের পর গার্ড অব অনারের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জনপ্রিয়