
তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের আমদানি, ক্রয়-বিক্রয় এবং নিরাপদ ব্যবহারের জন্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর মেম্বার সেক্রেটারি কমডোর মোহাম্মদ মহব্বত আলী, (জি), এনজিপি, পিএসসি।
সোমবার (৫ মে) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে বিএনএসিডব্লিউসি এবং তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য আমদানিকারক, ব্যবহারকারী ও ক্রেতা-বিক্রেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য আমদানিকারক, ব্যবহারকারী ও ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড থেকে মোট ২৪ জন প্রতিনিধি অংশ নেন।
সভায় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য আমদানি ও ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন সম্পর্কে সবাইকে অবহিত করা হয় এবং আইনটি সঠিকভাবে প্রতিপালনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের আমদানি ও ক্রয়-বিক্রয় বিষয়ক জটিলতা নিরসনে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
বিএনএসিডব্লিউসি কর্তৃক আয়োজিত তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের শান্তিপূর্ণ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সভাটি অনুষ্ঠিত হয়।