ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কাউখালী মডেল প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ 

শিক্ষা

আমাদের বার্তা, পিরোজপুর 

প্রকাশিত: ০০:০০, ২৬ মে ২০২৩

সর্বশেষ

কাউখালী মডেল প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ 

পিরোজপুরের কাউখালীতে পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের বিভিন্ন অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০৪১, স্মার্ট বাংলাদেশ, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, মাদক, বাল্যবিয়ে প্রতিরোধ এবং নৈতিক মূল্যবোধ সম্পর্কে অবহিতকরণে এক মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয়। 
গতকাল বৃহস্পতিবার দুপুরে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লেলিন বালার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারের চন্দ্র গাছি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, আজকের সমাবেশে উপস্থিত সব মহিলা একজন মা। আর এই মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। আমি বিশ্বাস করি প্রত্যেক মা এক সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল।
তিনি আরো বলেন, দেশের তুলনামূলক ভাবে প্রাথমিক শিক্ষার হার বাড়ছে। শিক্ষা বান্ধব সরকার কোমলমতি শিশুদের জন্য বিনামূল্যে বই, শিক্ষা উপকরণ, উপবৃত্তি দিচ্ছে। 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কেএম জামান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জিয়াউল হাসান জুয়েল, ছাত্র অভিভাবক সোমা আক্তার।

জনপ্রিয়