ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ১২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

প্রাথমিকের ফুটবল টুর্নামেন্টের খেলা দুপুরে নয়

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ০০:০০, ২ জুন ২০২৩

সর্বশেষ

প্রাথমিকের ফুটবল টুর্নামেন্টের খেলা দুপুরে নয়

হিটস্ট্রোকে এক শিক্ষার্থীর মৃত্যুর পর বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা দুপুরে আয়োজন করতে নিষেধ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সকাল ১১টার আগে ও বিকেলে ৪টা থেকে ৬টার মধ্যে এ টুর্নামেন্টের খেলা আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় দুপুরে না করে সকালে ও বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের খেলা আয়োজনের নির্দেশ দিয়েছে অধিদপ্তর। গত বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা চলছে। বর্তমানে তীব্র তাপদাহ তথা বৈরি আবহওয়ায় ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যগত বিষয় বিবেচনা করে টুর্নামেন্টের খেলার আয়োজন করার জন্য বলা হলো। সকাল ১১টার আগে খেলা শেষ করা বা বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে আয়োজন করা যেতে পারে। এছাড়া বিভাগীয় উপ-পরিচালকরা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা খেলার স্থান ও সময় নিয়ে সার্বিক বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবে বলেও আদেশে জানানো হয়েছে। 
জানা গেছে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের খেলা আগামী ১২ জুনের মধ্যে শেষ করতে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

জনপ্রিয়