
নতুন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কম থাকায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) নেতারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
গত শনিবার সংগঠনের মিরপুর কার্যালয়ে বাকশিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ সময় প্রধান অলোচক ছিলেন অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান এবং অন্যান্যদের মধ্যে আলোচনা করেন ড. একেএম আব্দুল্লাহ, অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, অধ্যাপক আনোয়ার হোসেন মন্ডল, অধ্যাপক জহির উদ্দীন আযম ও অধ্যক্ষ নজরুল ইসলাম।
আলোচকরা ২০২৩-২৪ অর্থছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, স্বাধীনতার ৫২ বছরেও শিক্ষা ব্যবস্থা ব্যাপক বৈষম্য রয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং জাতীয়করণের জর্য বাজেটে কোনো বরাদ্দ না থাকায় নেতারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।