ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

যেসব গাড়ির ক্ষেত্রে দিতে হবে না অগ্রিম কর

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক  

প্রকাশিত: ১৮:৪১, ১৬ এপ্রিল ২০২৪

সর্বশেষ

যেসব গাড়ির ক্ষেত্রে দিতে হবে না অগ্রিম কর

সাত ধরনের গাড়ির ক্ষেত্রে মোটরযান নিবন্ধন ও ফিটনেস নবায়নকালে অগ্রিম কর দিতে হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, সাত ধরনের গাড়ির ক্ষেত্রে মোটরযান নিবন্ধন ও ফিটনেস নবায়নকালে অগ্রিম কর দিতে হবে না। অর্থাৎ অগ্রিম কর মওকুফের জন্য এসব গাড়ির মালিককে এনবিআর থেকে সনদ নিতে হবে না।
অগ্রিম কর দিতে হবে না- এমন গাড়ির তালিকায় আছে:
 
১) সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ;
 
২) সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম;
 
৩) কোনো বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও অঙ্গসংগঠনের দফতর;
 
৪) বাংলাদেশে কার্যরত বিদেশি উন্নয়ন অংশীদার ও এর সংযুক্ত দফতর;
 
৫) এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান;
 
৬) সরকারি বিশ্ববিদ্যালয়; এবং 

৭) গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।
 
এরইমধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকেও (বিআরটিএ) বিষয়টি জানিয়েছে এনবিআর।
 
তবে আয়কর আইন ২০২৩ অনুসারে এ ধরনের গাড়িতে আগে থেকেই অগ্রিম কর প্রযোজ্য ছিল না। এখন এনবিআর বিষয়টি আরও বিস্তারিত জানিয়ে স্পষ্টীকরণ প্রজ্ঞাপন জারি করল।

জনপ্রিয়