ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ২৯ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

স্থপতি ড. ফজলুর রহমান খানের জন্মদিন আজ

মতামত

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ৩ এপ্রিল ২০২৩

সর্বশেষ

স্থপতি ড. ফজলুর রহমান খানের জন্মদিন আজ

বিশ্বখ্যাত বাংলাদেশী স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান খানের আজ জন্মদিন  তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইওলস টাওয়ার)-এর নকশা প্রণয়ন করেন। তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয়।
ফজলুর খান ১৯২৯ খ্রিষ্টাব্দের এই দিনে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জন্মগ্রহণ করেন।
শিকাগোর সিয়ার্স টাওয়ার তার অনন্য কীর্তি। তিনি ১৯৭২ খ্রিষ্টাব্দে ‘ইঞ্জিনিয়ারিং নিউজ রেকর্ড’-এ ম্যান অব দি ইয়ার বিবেচিত হন এবং পাঁচবার স্থাপত্যশিল্পে সবচেয়ে বেশী অবদানকারী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত হবার গৌরব লাভ করেন৷ ১৯৯৮ খ্রিষ্টাব্দে শিকাগো শহরের সিয়ার্স টাওয়ারের পাদদেশে অবস্থিত জ্যাকসন সড়ক পশ্চিম পার্শ্ব এবং ফ্রাঙ্কলিন সড়কের দক্ষিণ পার্শ্বের সংযোগস্থলটিকে নামকরণ করা হয় ‘ফজলুর আর. খান ওয়ে’।
এফ. আর. খান মুসলিম স্থাপত্য বিষয়ের ওপর নানা ধরনের গবেষণা করেছেন। ড. খান Tube in Tube নামে স্থাপত্যশিল্পের এক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছিলেন যার মাধ্যমে অতি উচ্চ (কমপক্ষে একশত তলা) ভবন স্বল্প খরচে নির্মাণ সম্ভব৷ গগনচুম্বী ভবনের ওপর সাতখন্ডে প্রকাশিত একটি পুস্তকের তিনি সম্পাদনা করেন।
১৯৮২ খ্রিষ্টাব্দের ২৭ মার্চ সৌদি আরবের জেদ্দায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার দেহ আমেরিকায় নিয়ে যাওয়া হয় এবং শিকাগোতে সমাহিত করা হয়।

জনপ্রিয়