ঢাকা বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ , ১৯ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

চতুর্দশ জাতীয় বিজ্ঞান বিতর্ক চ্যাম্পিয়ন ঢাবি’র এফ রহমান হল

শিক্ষা

আমাদের বার্তা, ঢাবি 

প্রকাশিত: ১৯:১৮, ১৭ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

চতুর্দশ জাতীয় বিজ্ঞান বিতর্ক চ্যাম্পিয়ন ঢাবি’র এফ রহমান হল

চতুর্দশ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। সেই সঙ্গে এতে রানার্স-আপ হয়েছে হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব। 

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, ঐতিহাসিক ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ নানা প্রেক্ষাপটে এই হলের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা বিষয়ে এবারের উৎসব আয়োজন অত্যন্ত সময়োপযোগী। পরিবেশ দূষণ রোধে ও জলবায়ু পরিবর্তন জনিত বৈশ্বিক সমস্যা মোকাবেলায় কার্বন নিঃসরণ কমিয়ে আনার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানীর বিকল্প উৎস হিসেবে জলবিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ ও সৌরশক্তি ব্যাবহারের উপর গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির বিকল্প উৎস নিয়ে আরো গবেষণা হওয়া দরকার।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ডিবেটিং ক্লাবের সভাপতি মো. আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. মাসুম, হল ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদির ও ড. আসম মনজুর আল হোসেন এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

জনপ্রিয়