ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষজন

দেশবার্তা

আমাদের বার্তা পতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ১২ এপ্রিল ২০২৪

সর্বশেষ

রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষজন

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। বিশেষ করে যাদের ছুটি তিনদিনের ছিল তারা কর্মক্ষেত্রে যোগ দিতে ঢাকায় ফিরছেন। দূরপাল্লার গণপরিবহনে আজ সকাল থেকে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ কম থাকলেও ফিরতে শুরু করেছেন মানুষজন।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল থেকে সড়কপথে ঢাকায় ফেরা লোকজনের উপস্থিতি দেখা যায়। রেল ও নৌ-পথেও অনেকে ঢাকায় ফিরছেন।

গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মজীবীরা পরিবার-পরিজন নিয়ে ঢাকায় আসছেন।

গাবতলীর বাস টার্মিনালের এসপি গোল্ডেন লাইনের ঢাকা টু সাতক্ষীরা রোডের কাউন্টার মাস্টার মো. আব্দুর রহমান (বাবু) বলেন, সকাল থেকে আমাদের ২/১ গাড়ি আসছে, কিন্তু যাত্রী খুব কম। তবে আগামী কাল থেকে চাপ বাড়তে পারে।

খুলনা থেকে গাবতলী বাসস্ট্যান্ডের পরিবহন থেকে নামলেন মো. হাসান আলী। তিনি বলেন, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার ছুটি ছিল মাত্র তিন দিন। তবুও পরিবারের সঙ্গে ঈদ করার জন্য বাড়িতে গিয়েছিলাম। আজ ছুটি শেষ আগামীকাল অফিস করব। তাই ঢাকাতে চলে আসছি। কোনো রকম সমস্যা হয়নি, রাস্তায় কোনো যানজটও হয়নি।

ঢাকা টু খুলনা সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার নয়ন উদ্দিন বলেন, সকালে কিছু যাত্রী থাকলেও দুপুরের পর থেকে নেই। সন্ধ্যার পর থেকে কি হবে এখন বলা যাচ্ছে না।

জনপ্রিয়