ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

জয়পুরহাটের সজনে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে

দেশবার্তা

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ১৬ এপ্রিল ২০২৪

সর্বশেষ

জয়পুরহাটের সজনে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে

প্রতি বছরের মতো এবারও জয়পুরহাট জেলার পাঁচ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পতিত জমিতে  মৌসুমী সবজি সজনের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া এবং প্রাকৃতিক কোনো দুর্যোগ না হওয়ায় গত কয়েক বছরের তুলনায় এবার সজনের উৎপাদন অনেক বেশি হয়েছে। ফলে দেশের চাহিদা মিটিয়ে সৌদি আরব, মালোশিয়া, সিঙ্গাপুর ও আরব আমিরাত সহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে জয়পুরহাটের পুষ্টিগুণ সমৃদ্ধ ও সুস্বাদু সজনে। আয়ও হচ্ছে বৈদেশিক মুদ্রা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, লক্ষমাত্রা না থাকলেও জয়পুরহাট জেলায় এবার ২ হাজার ৭ হেক্টর পতিত জমিতে সজনের চাষ হয়েছে। সেখান থেকে প্রায় ১০ হাজার মেট্রিক টন সজনে পাওয়ার আশা করেছে কৃষি বিভাগ । গত কয়েক বছরের তুলনায় এবার উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সজনে স্থানীয় ভাবে বিক্রির পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। যাচ্ছে মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে। চাষীরা জানায়, প্রথম দিকে বাজারে সজনে প্রতি কেজি ২ শ টাকার ওপরে বিক্রি হলেও বর্তমানে বাজারে ব্যাপক আমদানি বেশি হওয়ায় বাজারে অনেক দাম কমে গেছে। বর্তমানে গ্রামে গ্রামে গিয়ে প্রতি কেজি ৪০ টাকা কেজি দরে পাইকারি ক্রয় করছে পাইকারি ক্রেতারা।
 

জনপ্রিয়