ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ব্রহ্মপুত্রে পবিত্র অষ্টমী স্নান 

দেশবার্তা

আমাদের বার্তা, কুড়িগ্রাম

প্রকাশিত: ০০:১০, ১৭ এপ্রিল ২০২৪

সর্বশেষ

ব্রহ্মপুত্রে পবিত্র অষ্টমী স্নান 

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমীর স্নান সম্পন্ন হয়েছে। প্রতিবছর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী এই স্নান অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার নদটির তিন কিলোমিটারজুড়ে পুণ্যার্থীদের স্নানে অংশ নিতে দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভারত, চীন ও নেপাল থেকেও বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী এ স্নানে সামিল হন। 
এ উপলক্ষে গত তিনদিন ধরে চিলমারীতে চলে সনাতন ধর্মের মানুষের আগমন। বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্নানের মধ্য দিয়ে সব পাপ মুছে ফেলার জন্য প্রার্থনা করেন।

বিশাল এ জনতাকে সামলাতে উপজেলা প্রশাসন থেকে নেয়া হয় সব ধরনের ব্যবস্থা। পূজা কমিটি থেকে ঘোষণা অনুযায়ী ভোররাত থেকে স্নান শুরু হয়। আর মূল স্নান হয় ভোর ৪টা থেকে বিকেল ৪টা ৫৬ মিনিট পর্যন্ত। 

এদিকে পুণ্যার্থীদের আগমন উপলক্ষে নদীর তীরে বসেছে মেলা। স্নানের পর নারী-পুরুষের জন্য নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রায় দুই লাখ মানুষ প্রতিবছর এ মেলায় অংশ নেন বলে জানান চিলমারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচিন্দ্র নাথ বর্মন। 

গাইবান্ধা থেকে আসা মুরালী বর্মণ দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রতি বছরই আমরা পাপ মোচনের উদ্দেশ্য এখানে স্নান করতে আসি। স্নান শেষে ভগবানের কাছে আমাদের সকলের মঙ্গল প্রার্থনা করলাম।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম জানান, সরকারিভাবে অষ্টমীর স্নানে মেলা স্থলে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন, মহিলাদের কাপড় বদলানোর জন্য দুইশতাধিক তাবু টানানো হয়।

জনপ্রিয়