ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ফেব্রুয়ারিতে ব্যাংকে আমানত কমেছে

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ১৬ এপ্রিল ২০২৪

সর্বশেষ

ফেব্রুয়ারিতে ব্যাংকে আমানত কমেছে

দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি চলতি বছরের ফেব্রুয়ারিতে সামান্য কমেছে। তবে সুদের হার ও রেমিট্যান্স প্রবাহ বাড়ার সুবাদে আমানতের প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ফেব্রুয়ারি মাসে মোট আমানত ১৬.৬১ লাখ কোটি টাকায় পৌঁছেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৪৩ শতাংশ বেশি, আবার জানুয়ারির ১০.৫৭ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় কম। তবে গত বছরের একই মাসের ৬.৮৭ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় এ প্রবৃদ্ধি অনেকটাই বেশি। 

বিশেষজ্ঞরা বলছেন, বেশ কয়েকটি কারণে আমানতে এই প্রবৃদ্ধি হয়েছে। অন্যতম কারণ হচ্ছে সম্প্রতি আমানতের সুদহার বাড়ানো। এতে সঞ্চয়ে মানুষের আগ্রহ বেড়েছে। ফলে মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাংকে টাকা রাখতে উৎসাহিত হচ্ছে।
এছাড়া রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিও আমানতের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বলে মনে করা হচ্ছে। দেশে বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধির অর্থ হচ্ছে ব্যাংকিং ব্যবস্থায় আমানতের জন্য অর্থও বেশি পাওয়া। 

ব্যাংকিং খাতে আমানত ক্রমেই বাড়ছে। আমানতের প্রবৃদ্ধি টানা তিন মাস ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। ২০২৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে ব্যাংক খাতে আমানতে প্রবৃদ্ধির হার বেড়ে ১১.০৪ শতাংশে পৌঁছায়, যা ২৮ মাসের মধ্যে ছিলো সর্বোচ্চ। এর আগে ২০২১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বরে করোনা মহামারির বৈশ্বিক লকডাউন ও সে কারণে হওয়া অর্থনৈতিক গতিমন্থরতার প্রভাবে আমানত প্রবৃদ্ধির হার ১১.২৬ শতাংশে পৌঁছেছিলো।

জনপ্রিয়