ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

এইচএসসির ২ লাখ ৭১ হাজার খাতা চ্যালেঞ্জ 

শিক্ষা

মিথিলা মুক্তা  

প্রকাশিত: ০০:১০, ৫ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

এইচএসসির ২ লাখ ৭১ হাজার খাতা চ্যালেঞ্জ 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ২ লাখ ৭১ হাজার খাতা চ্যালেঞ্জ করেছেন ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা। গত ৩ ডিসেম্বর ফল পুনর্নিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শেষ হয়। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হবে। গতকাল সোমবার ঢাকা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।  

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের বার্তাকে বলেন, মূল ফল প্রকাশের এক মাসের মধ্যে এ ফল প্রকাশ করতে হয়। সে হিসেবে আমরা ২৬ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবো।

সূত্র জানায়, এবার ঢাকা বোর্ডে এইচএসসির ২ লাখ ৭১ হাজার ৩৩৩টি খাতা চ্যালেঞ্জ করেছেন শিক্ষার্থীরা।
এর আগে গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আগামী ২৭ নভেম্বর থেকে খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে এসএমএসে আবেদন করেছেন শিক্ষার্থীরা। 

এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। তবে প্রতিবছরই খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষা কিছু শিক্ষার্থীর ফলে ইতিবাচক পরিবর্তন আসে।

জনপ্রিয়