ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্বাধীনতা অর্জনের লক্ষ্যের পূর্ণ বাস্তবায়ন হয়নি: জবি উপাচার্য 

শিক্ষা

আমাদের বার্তা, জবি

প্রকাশিত: ১৭:৩৪, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ

স্বাধীনতা অর্জনের লক্ষ্যের পূর্ণ বাস্তবায়ন হয়নি: জবি উপাচার্য 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, ১৯৭১ সালে যে মহান লক্ষ্য ও আদর্শ নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই লক্ষ্য এখনো পূর্ণ বাস্তবায়িত হয়নি। 

বুধবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। 

উপাচার্য মো. রেজাউল করিম বলেন, সম্প্রতি, আমাদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। আমরা যদি সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে পারি, তাহলে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক মুক্তি অর্জন সম্ভব হবে।

শ্রদ্ধা নিবেদনকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। 

পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সাদা দল, সাংবাদিক সমিতি এবং সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পৃথকভাবে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
 

জনপ্রিয়