
সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নাম বদলের দাবি সর্মথন করেন না ৪৭ শতাংশ মানুষ। দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম পরিচালিত তাৎক্ষণিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেয়া মাত্র ৪৫ শতাংশ মানুষ মনে করেন ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নাম বদল করা উচিত। আর বাকি ৮ শতাংশ মানুষ কোনো মন্তব্য করেননি।
গত ২৩ মার্চ সকাল থেকে শুরু হয়ে ২৪ মার্চ রাত ৮টা পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে এ জরিপ চলানো হয়।জরিপে প্রশ্ন করা হয়, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নাম বদলের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের। এই দাবির সঙ্গে আপনার সমর্থন আছে কি?
জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য’ নেই এমন একটি ঘর রাখা হয়েছিলো। দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন ৪ হাজার ৭৫৬ জন। ‘না’ ভোট দিয়েছেন ২ হাজার ২৮৪ জন এবং ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ২ হাজার ১৫৫ জন মানুষ।
প্রসঙ্গত, অনেক আন্দোলন সংগ্রামের পর অবশেষে রাজধানীর সাত কলেজের নতুন নাম ঘোষণা ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তবে নতুন বিশ্ববিদ্যালয়ের এই নাম নিয়ে আপত্তি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। তাদের দাবি, এই নামের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিল থাকায়, বিভ্রান্তি তৈরি হতে পারে।
এই বিষয়ে গত বৃহস্পতিবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বরাবর তিন দাবি জানিয়ে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো-নতুন বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘ঢাকা’ শব্দটি বাদ দিতে হবে। বিভ্রান্তি এড়াতে স্বতন্ত্র ও মৌলিক একটি নাম নির্ধারণ করতে হবে, যেমন-‘বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ‘কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ বা ‘মহানগর বিশ্ববিদ্যালয়’। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক আপত্তি জানিয়ে নাম পরিবর্তনের জন্য সুপারিশ করতে হবে।