
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে পাঁচটি মৃত বিড়াল উদ্ধার হয়েছে। অভিযোগ উঠেছে, বিড়ালগুলোকে হত্যা করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরপাড় থেকে সদ্য জন্মানো চারটি গলাকাটা বিড়াল ছানার মরদেহ দেখতে পায় শিক্ষার্থীরা। এ ছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে একটি বিড়ালের মরদেহ উদ্ধার করা হয়। মৃত বিড়ালের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এভাবে বিড়াল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের মানবিকতাবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তবে এ ঘটনায় কে বা কারা জড়িত, সে বিষয়ে শিক্ষার্থী বা হল কর্তৃপক্ষ কেউই কিছু জানেন না বলছেন।
এ বিষয়ে কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ শাহিন খান বলেন, বিড়ালছানাগুলো জসীম উদদীন হলের কি না, তা জানি না। তবে এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।