ঢাকা বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ , ১৮ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

আদর্শ শিক্ষক নলীনি রঞ্জন হালদার স্মরণে সভা 

শিক্ষা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ০০:০০, ২৯ মে ২০২৩

সর্বশেষ

আদর্শ শিক্ষক নলীনি রঞ্জন হালদার স্মরণে সভা 

আদর্শ শিক্ষক নলীনি রঞ্জন হালদারের মৃত্যুতে বিঘাই কুমারখালী শেখ আলী আহম্মেদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়াম ভবনে গতকাল রোববার সকালে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ বটু গোপাল দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
তিনি বলেন, বিঘাই কুমারখালী শেখ আলী আহম্মেদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নলীনি রঞ্জন হালদার একজন আদর্শ শিক্ষক ও গুনি মানুষ ছিলেন। ১৯৪৫ খ্রিষ্টাব্দের ১৪ এপ্রিল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামে জন্ম গ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এতদাঞ্চলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সঙ্গে তিনি শিক্ষকতা করেছেন। 
বিঘাই কুমারখালী শেখ আলী আহম্মেদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থাকা অবস্থায় নলীনি রঞ্জন হালদার গত ২ মে মৃত্যুবরণ করেন। স্মরণ সভায় শিক্ষিকা চন্দনা চক্রবর্ত্তীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেযারম্যান প্রধান শিক্ষক মো. ইউনুস আলী শেখ, মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দাস শিশির কুমার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দেব প্রসাদ হালদার, শ্রী রামকৃষ্ণ সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রানী দাশ প্রমূখ।  
সভায় অতিথি বৃন্দ নলীনি রঞ্জন হালদারের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন। সভাপতি বলেন. তাঁর আদর্শ আমাদের অনুপ্রানিত করে। শিক্ষকদের উচিত হবে  নলীনি রঞ্জন হালদারকে অনুসরণ করা। স্মরণ সভায় এই আদর্শ শিক্ষকের মুরাল বিদ্যালয়ে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে সভা শেষ করা হয়।

জনপ্রিয়