
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ। গতকাল রোববার এক অভিনন্দন বার্তায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ একজন প্রথিতযশা ইতিহাসবিদ, জ্ঞান, প্রজ্ঞা, সততা, যোগ্যতা, দৃঢ়তা ও অভিজ্ঞতায় এক অসাধারণ ব্যক্তিত্ব। বাংলাদেশের উচ্চশিক্ষার ধারাকে অব্যাহত রাখতে ইউজিসির সর্বোচ্চ পদে দ্বিতীয় মেয়াদে তাকে নিয়োগ প্রদানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার যথার্থ মূল্যায়ন করেছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে যুগোপযোগী উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ক নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে অধ্যাপক কাজী শহীদুল্লাহ অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে মানসম্মত উচ্চশিক্ষা, গবেষণা ও নানা-মুখী শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। এই নতুন পথযাত্রায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ তাঁর সার্বিক সাফল্য কামনা করেন।